লাভ গুরু’ ছবির শুটিং শুরু হল
Read Time:1 Minute, 11 Second
নিউজডেস্ক- পরিচালক আশিস মিত্রের আগামী ছবি ‘লাভ গুরু’র শুটিং শুরু হল সম্প্রতি। শহরের এক নামকরা রেস্তোরাঁতে মঙ্গলবার শুটিং-এ উপস্থিত হয়েছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। জনপ্রিয় সিনেমা ‘লোফার’ খ্যাত অভিনেতা লোকেশের নিজস্ব প্রোডাকশন অমৃত এন্টারপ্রাইজের ব্যানারে মুক্তি পাবে ছবিটি।
প্রযোজনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে লোকেশকে। লোকেশ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, দুলাল লাহিড়ী, অনামিকা সাহা, ডালিয়া ঘোষদের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনল চক্রবর্তী। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ঋক বসু। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং হবে।