আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই প্রথম কাজে যোগ দিলেন পুরুষ নার্সরা
আলিপুরদুয়ার:- এখন আর শুধু মহিলা নার্স নয়। এবার রোগীদের সেবা শুশ্রূষা করতে দেখা যাবে পুরুষ নার্সদেরও। অবাক হচ্ছেন তো? হ্যা এখন এটাই বাস্তব। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই প্রথম কাজে যোগ দিলেন পুরুষ নার্সরা। ইতিমধ্যে ৭ জন পুরুষ নার্স কাজে যোগ দিয়েছেন। জেলা হাসপাতালের মেল ওয়ার্ড ও ইমারজেন্সিতে কাজ করছেন তাঁরা। এতদিন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীদের সেবা শুশ্রুষার কাজে মহিলা নার্সকেই দেখে এসেছেন সবাই। কিন্তু দিন বদলাচ্ছে। এবার পুরুষ ওয়ার্ডে পুরুষ নার্সরাই রোগীর সেবা শুশ্রুষা করবেন। পুরুষ নার্সদের পোশাকেও থাকছে সাদা শার্ট ও প্যান্ট।
আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মন বলেন, “সম্প্রতি একটি সার্কুলার এসেছে। ওই সার্কুলারে ১৭ জন নার্সের মধ্যে ৭ জন পুরুষ নার্স নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা নতুন কনসেপ্ট এবং চাকরি জীবনে এই অভিজ্ঞতা তার প্রথম বলে মন্তব্য করেছেন তিনি। পুরুষ নার্স থাকাতে বিশেষ করে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে কাজের সুবিধে হবে। অনেক যন্ত্রের ব্যাবহার আছে, যেখানে অনেক পরিশ্রম করতে হয়। সহজেই পুরুষ নার্সরা সেই সব কাজ করতে পারবেন।” এদিকে পুরুষ নার্স হিসেবে কাজে যোগদান করে খুশি নব নিযুক্তরা।