বিদ্যাসাগরভূমিতে আসছেন মমতা
হাবিবুর রহমান | ঘাটাল : বাংলার- বাঙালির তথা সারা ভারতের গর্ব মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০ তম জন্মদিন পূরন হতে চলেছে আগামী ২৬ সেপ্টেম্বর । আর সেই মহান শিক্ষাবিদের জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন না তা হয়। এবার জন্মদিন পালনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিদ্যাসাগরের জন্মস্থানে আসছেন।মুখ্যমন্ত্রী আসার আগে এলাকা পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল। জেলাশাসক জানান, “আমাদের গর্ব বিদ্যাসাগর, তাঁর ২০০তম জন্মবার্ষিকী পালনে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন তাই এলাকার সার্বিক দিক খতিয়ে দেখতে এলাম। ” এ প্রসঙ্গে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই জানান, ” আগামী ২৬শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। তাঁর জন্মভূমি বীরসিংহ গ্রামে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।তাই আজ জেলাশাসক, শিক্ষা বিভাগের সম্পাদক সহ অন্যান্য আধিকারিকরা এসেছেন অনুষ্ঠান নিয়ে আলোচনা করার জন্য।। ”