সাথে ছিলেন না, তবে ফটোশপের দ্বারা নিকের বুকে পৌঁছলেন প্রিয়াঙ্কা
সত্যিই নিক জোনাসের বউ ভাগ্য নিয়ে হিংসে করতেই পারে কোটি কোটি পুরুষ। প্রিয়াঙ্কা চোপড়ার মতো স্ত্রী যার ঘরে থাকে, তার আর চিন্তার কী থাকতে পারে। প্রিয়াঙ্কা চোপড়া যে নিকের স্ত্রী হিসেবে ঠিক কতটা পারফেক্ট সেই প্রমান আরো একবার দিলেন দেশী গার্ল।
সম্প্রতি জোনাস ব্রাদার্স তাদের নতুন গানের জন্য সেরা পপ সংগীতের পুরস্কার জিতেছে। সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
যেই ছবিতে দেখা যাচ্ছে নিকের অন্য দুই ভাই তাদের সঙ্গীকে চুম্বনে ব্যাস্ত।
কিন্তু দুর্ভাগ্যবশত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি পিগি চপস। তাই দুই ভাই যখন তাদের সঙ্গীকে চুম্বনে ব্যাস্ত তখন মাঝখানে একলা দাড়িয়ে ছিলেন নিক। ত্তার মুখের মৃদু হাসি দেখে বোঝাই যাচ্ছিল, তিনি সেই সময় প্রিয়াঙ্কাকে কতটা মিস করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর তা পৌঁছে যায় পিগি’র কাছেও।
এরপরেই শুরু আসল টুইস্ট। ওই ছবিটি ফটোশপের স্বারা এডিট করে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এডিটের মাধ্যমে নিজেকে নিকের বুকের কাছে একেবারে পৌঁছে দিয়েছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো তাজ্জব নেটদুনিয়া। ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমি সব সময় তোমার সাথে আছি নিক”। পাশাপাশি সেরা পপ সংগীতের পুরস্কার জেতার জন্য জোনাস ব্রাদার্সকে শুভেচ্ছা জানাতেও ভোলেনি পিগি চপস।