রেল টিকিট জালিয়াতি চক্রের হদিশ মালদায়
মালদা, ২৮ আগস্ট। রেলের টিকিটের বড়সড় জালিয়াতি চক্রের হদিশ মিলল মালদায়। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের নেতাজি মোড় এলাকায়। জানা যায় এদিন মালদা শহরের প্রতিষ্ঠিত একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালালো রেলের ভিজিলেন্স আধিকারিকেরা। তাদের সঙ্গে ছিলেন আরপিএফ এবং ইংরেজবাজার থানার পুলিশ অফিসারেরা। এদিন যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। ওই ট্রাভেল এজেন্সির সংস্থার দোকানে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি তদন্তকারী কর্তাদের হাতে এসেছে। যাতে করে রেলের টিকিট কালোবাজারী, রেলের বিভিন্ন আইডি হ্যাক করে বেআইনিভাবে কাজ করার চক্রের হাতে এসেছে তদন্তকারী কর্তাদের।
যদিও এই প্রসঙ্গে ওই ট্রাভেল এজেন্সির কর্ণধার মনমোহন সারদা জানিয়েছেন, তার দোকানে ভিত্তিহীন অভিযোগে অভিযান চালানো হয়েছে। এসব সম্পর্কের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। কিন্তু কীভাবে তার দোকানে রেলের আইডি হ্যাক করা হলো এবং নিয়মবহির্ভূত টিকিট উদ্ধার হলো কোন সদুত্তর দিতে পারেন নি মনমোহনবাবু।