শোভন বৈশাখী’কে নিয়ে অস্বস্তি বহাল রাজ্য বিজেপিতে
নিউজডেস্ক- কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তি কাটছে না রাজ্য বিজেপিতে। দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শোভন ও বৈশাখীকে ঘিরে একের পর এক নাটক অব্যাহত। মঙ্গলবার আইসিসিআর প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক সভা ছিল। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের এই বৈঠকে হাজির হতে বলা হয়েছিল। অনেকে এলেও দেখা মেলেনি শোভন ও বৈশাখীর। যা নিয়ে ফের একবার গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি দিলীপ
ঘোষ জানিয়েছেন, সকলকেই ডাকা হয়েছিল। যারা আসেনি তাদের কাছে কৈফিয়ত চাইবে দল। যদিও অন্য একটি সূত্রের খবর, এদিনের এই বৈঠকে নাকী ডাকাই হয়নি শোভন ও বৈশাখীকে। শোভনবাবু নাকি সাংবাদিকদের কাছ থেকে এই বৈঠকের ব্যাপারে জানতে পেরেছেন। সত্যি যাই হোক না কেন, এটা এখন জলের মতো পরিস্কার যে এখনো সেভাবে বিজেপিতে জাঁকিয়ে বসতে পারছেন না একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন ও তার বান্ধবী বৈশাখী।
ছবি সৌজন্যে- বাংলার প্রান