রসুনের কিছু উপকারিতা
Read Time:1 Minute, 18 Second
রান্নায় ব্যবহার ছাড়াও রসুনে অনেক রকমের ঔষোধীয় গুনাগুন আছে| বহুকাল আগে থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় রসুনের ব্যবহার চলে এসেছে|
আসুন আজকে জেনে নিই রসুনের কিছু গুনাগুন-
১- রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা জানেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পাওয়া যায়।
২- খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে। সকালে প্রাতরাশের আগে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে।
৩- যক্ষ্মা বা টিবি জাতীয় রোগের জন্যও রসুনের উপকারী। রসুন কয়েকটি অংশে বিভক্ত করে বার বার খেতে পারেন। এতে আপনার যক্ষা রোগ নির্মূলে সহায়তা করেন।
ছবি সৌজন্যে- কালের কন্ঠ