পুর্বস্থলীতে দুঃসাহসিক চুরি
Read Time:1 Minute, 1 Second
নিজস্ব প্রতিনিধি- পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নশরৎপুর অঞ্চলের গোপিনাথ পুরে বুধবার দিন রাতে সুভাষ বৈদ্য নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। সুভাষ বৈদ্যর বাড়ি লাগোয়া একটি মুদিখানা দোকান আছে সেই দোকানে তার স্ত্রী এবং বৌমা ছিলেন রাত্রি আটটা নাগাদ সেই সময় এই চুরির ঘটনা ঘটে।ওই বাড়ির আলমারির লকার থেকে কিছু নগদ টাকা এবং তিন ভরি সোনার গহনা চুরি গেছে। পরবর্তীতে এই চুরির ঘটনা এলাকায় জানাজানি হতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে, নাদনঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।