এ সপ্তাহের মেয়র ইন কল

0 0
Read Time:4 Minute, 39 Second
  1. 74, পি মজুমদার রোড, উষা সরকার, বাড়ির সামনে দিয়ে জোরে গাড়ি যায়, বাম্পার নেই। নাতির কাছে যেতে পারছি না ওয়ার্ড-107
  2. নিতাই মন্ডল, স্লটলোক সেক্টর ফাইভ থাকি। kmda দিয়ে সমস্যা। কসবা তে plot নিয়ে সমস্যা।
    মঙ্গলবার উন্নয়ন ভৱনে কেউ আসুন। 7.সিনিয়র সিটিজেন, কল্পনা পাল, আগে বস্তিতে থাকতাম। গত বুধবার ছেলে কে দিয়ে, পূর্ব পড়া, 93 e বৈষ্ণবঘাটা রোড, দাদা জমিটা দিয়েছিল। কিন্তু বাউন্ডারি আমলে 1994-95 সালে পুরসভা পিচ ফেলে দিয়েছে। সমাজপতি,মিউটেশন করতে পারছি না।রাস্তা করে দিয়েছে।সার্ভে বিভাগকে পাঠাচ্ছি কাল। কর বিভাগ কে নিয়ে জয়েন্ট সার্ভে করা হবে।

8.কমল দে, বীরপুকুর রোড, বাঁশদ্রোনি মেট্রোর কাছে112 নম্বর ওয়ার্ড। ভ্যাট উঠে যাওয়ার পরে লোকজন ময়লা বাড়িতে ফেলো যাচ্ছে। আপনি দুচারতে কাজ করেদিন অধিকারিককে নির্দেশ। ফ্ল্যাটের সামনেও কাঁচা রাস্তা, দুয়া সাহেব নোট করে নিন।

  1. মহেশ পারেখ, 8 মহরপুকুর রড, 84 ওয়ার্ড, হাইকোর্ট , কেওমসি , টাকা দিয়ে দাওয়া, ভেঙে ফেওয়া হবে।
  2. দীপালি মিত্র, 88 ওয়ার্ড, রাসবিহারী রোড,শীতল মন্দিরের পিছনে,শ্রী ধর মস্তান, পাশের বাড়ি অন্যায় ভাবে বাড়ি তৈরি করা হচ্ছে। 10 a নেপাল ভট্টাচাইজি, থানার প্রভাব আছে। আইন আইনের পথে চলবে। যত দিন আমি এই চেয়ারে বসে থাকবো। কোন প্রভাবশালী প্রভাব খাটাতে পারবে না। আমি চেয়ার ছাড়বো নীতি ছাড়ব না।8420534572
    1. শান্তি bhatt, বাড়ির পাশে জায়গায় ময়লা,জল জমা আছে। 30 নম্বর kbir road87 ওয়ার্ড।
  3. অনিল বসু,গড়িয়ে থেকে 79,শ্রীরামপুর road,110 ওয়ার্ড।

5 জুলাই সম্পত্তি করের বিষয়ে, বিশেষ আবেদন করুন

  1. 126 ওয়ার্ড, স্বপন বসু, সরকার হাট রোড, রাখাল মুখেরজি রোড,ভ্যাট পরিষ্কার হয়না। কাউন্সিলররা কাজ করে না। এক বছর ধরে ইটপাতা আছে।
  2. গত সপ্তাহে কথা হয়।মিউটেশন নিয়ে ,অঞ্জনা নাগ,177 পূর্ব পুটায়ারি,033-3590-3518
  3. বেহালা থেকে ,130 ওয়ার্ড, শেখ শেখায়ত, 10/এ ফকিরপাড়া রোড,কালি বাবুর কাছে চিঠি করেছি। 2006 সালে মারা যায় ইলেকট্রিক শকে।
    Cesc চাকরী, বোরো চেয়ারম্যান এর চিঠি।
    17.কলকাতা 15, সনৎ কুমার দাস, ওয়ার্ড no -2, কাশীপুর থানা, সিঁথি পোস্ট অফিস।মিউটেশন নিয়ে 2017 আবেদন করি, আজও কাজ হয়নি। কোন অফিসার ঘোরাচ্ছে তার নাম দিন।আমার লোক কাল যাবে। 2।01।19 এ চিঠি দিয়েছিলাম। সাতদিনের মধ্যে মিউটেশন করে দেওয়া হবে।
  4. 49 তাপস পাল, mg road 26/12, unfiltered waterd আছে। সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত। সেপ্টম্বর এর মধ্যে করে দেওয়া হবে।
    19.মিউটেশন করতে পারি নি বলে, বাড়ির নাম হয়নি। unasess plot, হবেই না বলেছে।21 কাঠা জমি,বাবার নামে রেকর্ড আছে। বিশ্বনাথ পোয়ালি, ঠাকুরপুকুর দাসপাড়া,124 ওয়ার্ড , পুজোর পরে যোগাযোগ করুন।
  5. সুপ্রিয় মজুমদার, বোরো 1, 7 ওয়ার্ড, 200-250 বছরের পুরানো বাড়ি। বাড়ি মালিক কিছু করে না। 411 এর নোটিশ দেয় পুরসভা। বিপদজনক বাড়ির বোর্ড খুলে দেয়। কোনও রকম কিছু হচ্ছে না। হেয়ারীর এর 412 এক করে দিচ্ছই। ভাঙার ব্যবস্থা হয়ে যাবে।
  6. তরুণ রায়, 27 ওয়ার্ড, kalugoah lane , promoting,
  7. তপন কুমার ঘোষ, বিয়োজনক বাড়ি, boro 2 , এর 25 জন অভিযোগ করি। ওকে বছর হয়ে গেল । কাজ হয়নি। তিনভাগ ভেঙে গেছে,সাপ,পোকামাকড়,গাছ হয়েও গেছে। 19 সি, জোড়াবাগান থানা। 9433154064
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!