এরিয়ানকে তিন গোল ইস্টবেঙ্গলের
Read Time:46 Second
নিউজডেস্ক- কলকাতা প্রিমিয়ার লিগে বুধবার এরিয়ানকে ০-৩ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক সান্তোস কোলাদো। অন্য গোলটি করেন লালরিনডিকা রালতে। এদিন ইস্টবেঙ্গলকে আটকাতে ৪-৫-১ ছকে খেলা শুরু করেছিলেন এরিয়ান কোচ রাজদীপ নন্দী। তবে ইস্টবেঙ্গল অধিনায়ক কোলাদোকে আটকানো এদিন যেন দুঃসাধ্য দেখাচ্ছিল। বেশ কিছু সহজ সুযোগ না মিস করলে এদিন ইস্টবেঙ্গলের জয়ের ব্যাবধান আরো বাড়ত।