আয়ু বিচার

0 0
Read Time:4 Minute, 6 Second

আয়ু বিচার ,:—মানুষদের প্রশ্ন থাকে বিদ্যা কেমন হবে ??অর্থ কেমন আসবে ??যশ কেমন হবে ??পারিবারিক সুখ কেমন হবে ??খুব কম জন প্রশ্ন করে আমার শরীর কেমন যাবে ??আমার আয়ু কেমন হতে পারে ?? আচ্ছা দেখুন ,শরীর যদি না থাকে ঐ গুলি দিয়ে আপনি কি করবেন ?? ভগবান প্রচুর হয়ত অর্থ দিয়েছে ,,কিন্তু গুনতে পারছেন না ,সেই অর্থের দাম অাছে বলে অামি মনে করিনা !!

পূর্ণ অায়ু বলতে বোঝায় ১২০বৎসর ,যা দেখা যায় না ৷৷১:— রবির —১৯বৎসর ,,২:—চন্দ্র—২৫বৎসর ৩:—মঙ্গলের —৭বৎসর ৬মাস ৷৪:—বুধের ৭বৎসর৬মাস ৫:—বৃহস্পতির ১৫বৎসর ৬:—শুক্রের ২১বৎসর ৭:—শনির ১৬বৎসর ৮:—লগ্নের ৯বৎসর ৷

উক্ত গ্রহ গুলির মধ্যে যে গুলি তুঙ্গী বা স্বক্ষেত্রী বা শুভভাবে থাকে তাদের আয়ু পূর্ণ হয় ,,যে সব গ্রহ অশুভ ভাবে থাকে বা নীচস্থ হয় ,তাদের দেওয়া অায়ুর অংশ কমে যায় ! তার ফলেই ত্রকজনের আয়ু কম বা বেশী হয় !
লগ্নের অষ্টম স্থান হলো মারক স্থান ,,ত্রই স্থান থেকে আয়ু বিচার হয় ৷অষ্টমপতির দশায় বা অন্তর্দশায়,, অষ্টমে অশুভ গ্রহ অবস্থিত হলে , তার মহাদশায় মৃত্যু কল্পনা করা হয় ৷ নবতারা চক্র ও ষন্নাড়ী চক্র অনুযায়ী বিনাশ নক্ষত্র বা বধ নক্ষত্রে মৃত্যু হবার যোগ দেখা যায় ৷
অষ্টমে গ্রহ না থাকলে ত্রবং অষ্টমপতি তুঙ্গী ,স্বক্ষেত্রী বা শুভ হলে অষ্টমে দৃষ্টি অাছে ত্রমন অশুভ গ্রহের যোগে মৃত্যু হয় ৷
*#অষ্টমে রবি থাকলে অগ্নির কারণে মৃত্যু হতে পারে ৷,,#অষ্টমে চন্দ্র থাকলে জলের কারণে মৃত্যু হত পারে !!#অষ্টমে মঙ্গল থাকলে অস্ত্রের কারণে মৃত্যু হতে পারে ,,#অষ্টমে বুধ থাকলে জ্বরের জন্য বা অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে ,,#অষ্টমে বৃহস্পতি থাকলে স্বাভাবিক অজানা কারণে মৃত্যু হয় !!#অষ্টমে শনি থাকলে অভাব বা দারিদ্র বা মানসিক শান্তির অভাবের কারণে মৃত্যু হতে পারে ৷#অষ্টমে শুক্র থাকলে অবৈধ সম্পর্কের কারণে বা যৌন কারণে ,,বা অত্যধিক ভোগ বিলাশের দরুণ ঋণ হয় ফলে মৃত্যু হতে পারে বা অত্যধিক নেশার কারণে মৃত্যু হতে পারে ,,#অষ্টমে রাহু থাকলে দুর্ঘটনার কারণে মৃত্যু হতে পারে ৷#অষ্টমে কেতু থাকলে দংশনের কারণে মৃত্যু হতে পারে ৷
লগ্ন বা লগ্নপতি দুর্বল হলে অষ্টমপতির দশায় মৃত্যু হতে পারে ৷যদি শনি লগ্নে বা অষ্টমে থাকে তাহলে শনির দশায় মৃত্যু হতে পারে ৷ ষষ্ঠ স্থানে ত্রকাধিক অশুভ গ্রহ থাকলে ষষ্ঠপতিই হয়ে দাঁড়ায় মারক !!

উত্তম দীর্ঘায়ু নক্ষত্র :—অশ্বিনী ,,মঘা ,,মূলা ,,কৃত্তিকা ,,অশ্লেষা ,,পূর্বফাল্গুনী ,,উত্তরফাল্গুনী ,,অনুরাধা ,,জ্যোষ্ঠা ,,শতভিষা উত্তম দীর্ঘায়ু !!

দীর্ঘায়ু নক্ষত্র:—মৃগশিরা ,,হস্তা ,,স্বাতী ,,উত্তরাষাঢ়া ,,ধনিষ্ঠা ,,পূর্বভাদ্রপদ

মধ্যমায়ু নক্ষত্র :—ভরণী ,,আর্দ্রা ,,পূর্বাষাঢ়া ,,উত্তরভাদ্রপদ নক্ষত্র

দ্বিতীয় পতি ,,সপ্তম পতি ,,অষ্টম পতি ,ষষ্ঠপতি সাধারণত মারকহয় অশুভ ভাবে থাকলে !!দ্বিতীয়ে ,,সপ্তমে ,,অষ্টমে ,,দ্বাদশে রাহু ,,বা কেতু মারক হতে পারে ৷

Happy
Happy
7 %
Sad
Sad
40 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
20 %
Angry
Angry
7 %
Surprise
Surprise
27 %

One thought on “আয়ু বিচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!