পুলিশি ধাওয়া খেয়ে পালাতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
বালুরঘাট, ২৯ আগস্ট: পুলিশি ধাওয়া খেয়ে পালাতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কমলেশ বর্মণ। পেশায় কাঠমিস্ত্রি। বাড়ি কুমারগঞ্জ থানার দিওর এলাকায়। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রতিবাদে ক্ষুদ্ধ জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।
সূত্রের খবর, গতকাল রাতে কুমারগঞ্জ থানার দিওর বাজারে একটি বাড়ির ছাদে জুয়া খেলছিল স্থানীয় কয়েকজন। সেই সময় পুলিশ হানা দেয় সেখানে। পুলিশের হানা থেকে বাঁচতে ৪ জন ছাদ থেকে লাফ মারে এবং একজন ছাদ থেকে লাফ মারতে না পেরে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গতকালের ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যায় কমলেশ বর্মণ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। এদিন সকালে বেলা ১০ টা নাগাদ জুয়ার আসর সংলগ্ন পুকুরে ভাসতে দেখা যায় কমলেশের মৃতদেহ।
পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কমলেশ বর্মণের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা।
মৃতের আত্মীয় কানু বর্মণ জানান, চোর ডাকাত বা দাগী অপরাধী না ধরে নিরিহ মানুষকে ধরতে এসেছিল পুলিশ। তারা সামান্য তাস খেলছিল। সেটা পয়সার বিনিময়ে জুয়া ছিল না। সেখানে কমলেশ দেখতে গিয়েছিল। পরিবারের একমাত্র উপার্জন কর্তার মৃত্যু হল পুলিশের ধাওয়া খেয়ে। ফলে স্ত্রী, তিন বছরের সন্তান এবং দুই অসুস্থ দিদি বিপদে পড়ল। তাদের দাবি ওই পরিবারকে সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হোক।