পাইথন উদ্ধারকে কেন্দ্র করে সোনামুখীতে চাঞ্চল্য
Read Time:1 Minute, 14 Second
নিউজডেস্ক- মাস খানেক আগেই সোনামুখীর ভোলা গ্রামে পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছিল । আবারও সেই একই ঘটনায় পুনরাবৃত্তি ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোনামুখী কল্যানপুর এলাকায় । বনদপ্তর সুত্রে খবর, গতকাল গভীর রাতে সোনামুখীর কল্যানপুর পঞ্চায়েতের পাশে একটি ইটের গাদায় পাইথনটিকে প্রথম দেখতে পান স্থানীয়রা।তারাই বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পাইথনটিকে উদ্ধার করে। প্রায় পাঁচ ফুট লম্বা এবং ১৫-১৮ কেজি ওজনের বিশালকার পাইথনটি উদ্ধার করে খাচাঁ বন্দী করে সোনামুখী রেঞ্জ অফিসে আনা হয়। রাতেই পাইথনটিকে উদ্ধার করে আনার পর প্রাথমিক চিকিৎসার ও খাবার দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। আজ ভোরবেলায় পাইথনটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।