কোলাঘাট গনধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিলে পা মেলাল ছাত্রছাত্রীরা
দেউলিয়া:-গত শনিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাগডিহা গ্রামে নাবালিকা কিশোরীর গণধর্ষণকাণ্ডে কে ঘিরে উত্তাল কোলাঘাট এলাকা, ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে, এছাড়াও অভিযুক্তদের তমলুক জেলা আদালতে তোলা হলে অভিযুক্তদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে,এদিকে বৃহস্পতিবার বিকেল নাগাদ এলাকার সমস্ত এলাকার বাসিন্দা ও মহিলারা মিলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে একটি পদযাত্রা সেরে ফেললেন,তাদের দাবি অবিলম্বে ওই অভিযুক্ত চারজনকে ফাঁসি দিতে হবে,অন্য দিকে সারা রাজ্যে যেভাবে মহিলাদের উপর নির্যাতন এবং নাবালিকাদের ধর্ষণের ঘটনা ঘটছে,তারই প্রতিবাদে ও এই মিছিল,তাদের দাবি, প্রশাসনকে সজাগ হতে হবে মহিলা নিরাপত্তা দিতে হবে, এই প্রতিবাদে মিছিলের একজন কর্মকর্তা শেখ সাদ্দাম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী কে প্রাধান্য দিয়েছে এবং তাঁরই রাজ্যে এরকম ঘটনা গুলি ঘটছে এখন ধর্ষণ রাজ্য হিসেবে এক নম্বরে পশ্চিমবঙ্গ,অবিলম্বে এই দোষীদের কঠোর শাস্তি দিতে হবে শুধু কঠোর শাস্তি নয় তাদের ফাঁসির দাবি করেছেন শেখ সাদ্দাম, এ প্রতিবাদ মিছিলের আরেকজন মহিলা কর্মকর্তা শ্যামল সিংহ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই রাজ্যে এই রকম নোংরা ঘটনাগুলো ঘটছে অবিলম্বে মুখ্যমন্ত্রী কে সজাগ হতে হবে,শুধু তাই নয় মহিলাদের নিরাপত্তা দিতে হবে,এই দিন এই মিছিল ওই নির্যাতিত নাবালিকা মেয়েটির বাড়ি থেকেই মিছিল করে গোটা এলাকা প্রদক্ষিণ করে,এই দিন এই মিছিলে শুধু এলাকার মহিলারা নয় দেখা গেল সমস্ত ছাত্র-ছাত্রীদের ও,এখন শুধু দেখবার বিষয় এই প্রতিবাদ মিছিল দেখে প্রশাসনের টনক নড়ে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা