শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে খুনের অভিযোগ
Read Time:1 Minute, 1 Second
নিজস্ব প্রতিনিধি- বেহালা বড়িশা জনকল্যাণ স্কুলের ক্লাস এইট এর ছাত্র দের নিয়ে স্কুলের এক শিক্ষক অনুপম হালদার সামনের একটি মাঠে খেলতে যান খেলার শেষে ছাত্রদের বলেন পাশের একটি পুকুরে হাত পা ধুতে তারপর তিনি ওখান থেকে চলে যান। হাত পা ধোয়ার পরে অন্যান্য ছাত্ররা দেখে যে সপতজিৎ দত্ত নেই তারপর তাকে খোঁজাখুঁজি আরম্ভ করে কিছুক্ষণ পর জল থেকে খুঁজে পাওয়া যায় ছাত্রটিকে। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে।বাড়ির লোকদের অভিযোগ স্যারের গাফিলতিতেই তাদের বাচ্চার মৃত্যু হয়েছে। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের ।