সন্ত্রাস রুখতে রাতভর পুলিশি তল্লাশি, বীরভূমে উদ্ধার প্রচুর তাজা বোমা
বীরভূম:- বীরভূমের প্রত্যেকদিনই জেলার বিভিন্ন প্রান্তে চলছে বোমাবাজি ঘটনা। কোথাও তৃণমূল-বিজেপি সন্ত্রাস তো কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে পারিবারিক বিবাদেও চলছে বোমাবাজি। ঘটছে বিস্ফোরণের মতো ঘটনাও, কখনো তৃণমূল কার্যালয় তো কখনো তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ।
গতকালও সদরপুরের রেঙ্গুনী গ্রামে ঘটে বিস্ফোরণের ঘটনা। মজুদ বোমা থেকে বিস্ফোরণের ঘটনায় উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি।

এই পড়ে জেলা জুড়ে শুরু হয় পুলিশি তল্লাশি। রাতভর তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা। মারগ্রাম থেকে উদ্ধার হয় 35 টি তাজা বোমা, রামপুরহাট থানার দখলবাটি গ্রাম থেকে উদ্ধার হয় 1 গ্রাম ভর্তি তাজা বোমা। এছাড়াও সদরপুরে তৃণমূল নেতার বিস্ফোরণ হওয়া বাড়ির আশেপাশে উদ্ধার হয় 18 টি তাজা বোমা।
প্রশ্ন উঠছে এত পরিমান বোমা আসছে কি করে। বোমার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে।