1লা সেপ্টেম্বর থেকে বাড়ছে হিমঘরে মজুত আলুর ভাড়া,অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা,মহার্ঘ্য হতে পারে আলু
Read Time:1 Minute, 59 Second
নিউজডেস্ক- 1 লা সেপ্টেম্বর থেকে বাড়ছে কোল্ড স্টোরেজের মজুত করা আলুর ভাড়া । কৃষি দফতরের নির্দেশ অনুযায়ী দক্ষিনবঙ্গে কুইন্ট্যাল প্রতি আলুর ভাড়া 9 টাকা বেড়ে হচ্ছে 157 টাকা ,জানিয়েছেন হিমঘর এস্যোসিয়েশনের রাজ্য সভাপতি তরুন কান্তি ঘোষ। গতবারে ছিল 148 টাকা।।আলু সংরক্ষনের মেয়াদের শেষ পর্যাযে এসে ভাড়া বৃদ্ধির কারনে প্রতিবাদে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ,সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জী জানিয়েছেন বর্ধিত ভাড়া প্রত্যাহার না হলে তারা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাবেন আগামী 2রা সেপ্টেম্বর থেকে।।
আলু ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা 2রা সেপ্টম্বর থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিন্ধান্ত নিয়েছে।সংগঠনের তরফ থেকে কৃষি দফতর,কোল্ড স্টোরেজের এসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে ভাড়া না বাড়ানোর। বর্ধিত ভাড়া।প্রত্যাহার।না করা হলে আগামী 2 রা সেপ্টেম্বর থেকে অনির্দষ্টকালের জন্য ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা ।।সারা রাজ্যে প্রায় 20000 হাজার ব্যবসায়ী এই ধর্মঘটে সামিল হবে। ফলে বাড়তে পারে আলুর দাম । তাছাড়া যে সমস্ত কৃষকরা আলুর বীজ হিমঘরে রেখেছে,তারা ও ভাড়া বৃদ্ধির ঘোষনায় সমস্যায় পড়েছেন।