টাকার অভাবে চিকিৎসা বন্ধ ফালাকাটার রঞ্জিতের

0 0
Read Time:3 Minute, 33 Second

আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পূর্ব হেদায়েত নগর গ্রামের বছর ২৪-শের যুবক রঞ্জিত সরকার গত এক মাস ধরে শয্যাশায়ি । পরিবারের হাল ধরতে তাকে পড়াশুনা পাঠ চুকিয়ে অর্থ উপার্জনের লক্ষে ছুটে হয় অনেক আগেই তাকে । আর সেই অর্থে অভাবে বর্তমানে ছেলের চিকিৎসার জন্য পেশায় কৃষক বাবা রুপেশ সরকার একমাত্র সম্বল ভিটেমাটির একাংশও বিক্রি করে দিয়েছেন। কিন্তু এতেও কিছু হয়নি। চিকিৎসকরা ছেলেকে পাটনা নিয়ে যেতে বলেছেন। এজন্য দরকার প্রচুর টাকা । কিন্তু এতগুলি টাকা কীভাবে জোগাড় হবে তা ভেবেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন অসহায় দম্পতি রুপেশ সরকার ও উষা সরকার। বর্তমানে আর্থের অভাবে তাঁরা কার্যত বিনা চিকিৎসায় ছেলেকে বাড়িতে ফেলে রাখতে বাধ্য হয়েছেন। ফলে দিনে দিনে রোগটি আরও জটিল আকার নিচ্ছে। দিন দিন দুর্বল হয়ে পড়ছে রঞ্জিত। তা দেখে নিরুপায় বাবা রুপেশ সরকার এখন ছেলের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন করছেন তিনি ।

রুপেশ সরকার বলেন, “আমি যতটা পেরেছি ছেলের চিকিৎসার জন্য করেছি। ছেলেকে নিয়ে প্ৰথমে শিলিগুড়ি সহ বহু জায়গায় গিয়েছি। চিকিৎসাও করিয়েছি। নিজের শেষ সম্বল ভিটের একাংশও বিক্রি করে দিয়েছি। কিন্তু ছেলে সুস্থ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন ছেলেকে নিয়ে পাটনা যেতে। তার জন্য প্রচুর টাকা খরচ হতে পারে বলে তাঁরা জানিয়েছেন। আমি খুব সাধারণ কৃষক কোন ভাবে কোনওমতে সংসার চালাই। তাও দু’বেলা খাবার সবসময় জোটে না। এই অবস্থায় আমি কীভাবে এতটাকা জোগাড় করব। তাই সাহায্যের জন্য সব জায়গাতেই ঘুরছি। কিন্তু এখন পর্যন্ত কিছুই পাইনি। এখন কীভাবে ছেলেকে বাঁচাব তা ভেবেই আমাদের ঘুম উড়ে গিয়েছে।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত একমাস আগে অর্থাৎ জুলাই মাসে রঞ্জিত জয়গাঁ তে কাজ করতে গিয়ে চার তোলা ছাদের উপর থেকে পড়ে যায় । তার পর থেকেই কোমরের নিচের অংশ পুরোপুরি অকেজো (Pralyse) হয়ে যায় । কোন বোধ নেই পায়ে । তার পর পরিবারের লোকজন তাকে শিলিগুড়ি ও পাটনায় নিয়ে গিয়ে কিছু দিন চিকিৎসা করায় তবে আর্থিক দিক থেকে অসহায় হয়ে পরায় ফিরতে হয় তাদের । বর্তমানে সরকার পরিবারের সদস্য সংখ্যা চার জন রঞ্জিতের এক দাদা,বাবা,মা বোন ছিল তবে দুবছর আগেই বিয়ে হয়ে গেছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!