মালদায় তৃনমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
মালদা: প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। এবারে রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে বিধায়ক তহবিলের প্রায় 56 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এই মর্মে ইতিমধ্যে রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকেও। এদিন এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তোলেন রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক। তার সাথে এ দিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির, তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন সহ রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। মোহাম্মদ ইয়াসিন এবং হুমায়ুন কবির এই দুই তৃণমূল নেতা কে পাশে বসিয়ে ব্লক সভাপতি ফজলুল হক এদিন অভিযোগ করেন, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত লোক সমর মুখার্জি। 2013-2014 অর্থবছরে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের অধীন PMGSY পাকা রাস্তার ওপর 6টি মাটির রাস্তা নির্মাণের জন্য 28 লক্ষ (BEUP FUND )প্রধানের যোগসাজশে তিনজন ঠিকাদারের নামে বরাদ্দ দিয়ে 100% অর্থ আত্মসাৎ করেছেন। দেবীপুর গ্রামপঞ্চায়েতের নলকূপ বসানোর নামে চার লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এই ধরনের বহু প্রকল্পের কাজ না করে সমস্ত টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক সমর মুখার্জি। মোট 56 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেন ব্লক সভাপতি ফজলুল হক। ইতিমধ্যে এই নিয়ে জেলাশাসকের নিকট সমস্ত প্রকল্পের নাম ধরে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। শুধু তাই নয় রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে এই বিষয়ে বিধায়ক সমর মুখার্জি ফোনে জানান এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। আইন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হোক।