বাতাবি লেবুর গুনাগুন
নিজস্ব প্রতিনিধি- বর্ষার লেবু বলতে গেলে প্রথমেই বলতে হয় বাতাবি লেবুর কথা! কারণ এই লেবু যেমন মুখরোচক তেমনি এর উপকারিতার গুন অনেক বেশি! ভারতে অনেজ ধরণের লেবু পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে বাতাবি লেবু উপকারিতা আর পাঁচটা লেবুর থেকে অনেকটাই বেশি এমনটাই বলছে চিকিৎসকেরা! বাংলাদেশ, ভারত , চীন , জাপান , দক্ষিণ আফ্রিকা ছাড়া ও বিভিন্ন দেশে এই লেবু পাওয়া যায়! আসুন আমরা দেখেনি এই লেবু কি কি উপকারিতা আছে! বাতাবি লেবু আর পাঁচটা লেবু থেকে এর ভিটামিন c এর পরিমান অনেক বেশিদ! যারফলে মানুষের রক্ত নালির সংকোচন – প্রসারণের ক্ষমতা অনেকটাই বেশি! এছাড়া পেটের গ্যাস ও এসিড নির্মূল করে! দূর করে জ্বর ও নিদ্রাহীন কমায়। হৃদরোগের ঝুঁকিও কমায় ! শরীরের ওজন এবং রক্ত পরিষ্কারে প্রচুর ক্ষমতা রয়েছে। পাকস্থলী ও অগ্ন্যাশয়ের নানা রোগ নিয়ন্ত্রণে পালন করে বাতাবি লেবু !এছাড়াও ডায়াবেটিস ও স্থূলকায় নিয়ন্ত্রণ করে এই লেবু।