ন্যায্য মজুরীর দাবিতে আমরন অনশনের ডাক দিল শংকরপুরের বরফকলের কর্মীরা
Read Time:1 Minute, 15 Second
সঞ্জয় কাপড়ী পূর্ব মেদিনীপুরে:-শঙ্করপুরের সরকারী বরফকলের কর্মীদের ন্যাহ্য ও আইনসম্মত মজুরী সহ অন্যান্য দাবীতে আমরন অনশনের ডাক দিয়েছে শংকরপুরের শ্রমিক সংগঠন, এই আমরণ অনশন কে পরিপূর্ন সমর্থন করেছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। তিনি বলেন গত ২৬ শে আগষ্ট থেকে অনশনরত শুরু করেছে সকল শ্রমিক, চার দিন পেরিয়ে গেলেও সরকারের কোনো হেলদোল নেই, ইতিমধ্যেই শ্রমিকদের মধ্যে ১৪ জন গুরুতর অসুস্হ হয়ে পড়েছেন। তাতেও টনক নড়ছে না রাজ্য সরকারের,অবিলম্বে সরকারী হস্তক্ষেপের মাধ্যমে অনশনকারী শ্রমিকদের প্রানরক্ষার অাবেদন জানিয়ে জেলাশাসক কে চিঠি দিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। যতক্ষণ তাদের দাবি না মানা হবে অসুস্থ পড়লেও অনশন চালিয়ে যেতে চান এই শ্রমিক সংগঠন।