চন্ডীতলা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত তিনজনকে কুড়ি বছরের সাজা শোনাল চুঁচুড়া জেলা আদালত
Read Time:1 Minute, 22 Second
নিউজডেস্ক- চন্ডীতলা গণধর্ষণকাণ্ডে তিনজনকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল চুঁচুড়া জেলা আদালত। প্রসঙ্গত 2013 সালের 26 শে মার্চ চন্ডীতলার বরিজহাটি গামে 15 বছরের এক নাবালিকা ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মারুতি ভ্যান করে তুলে নিয়ে যাওয়া হয় ফাঁকা পরিত্যক্ত মন্দিরে। যেখানে তিনি গণধর্ষণের শিকার হন। এই ঘটনার তদন্তে নেবে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তিনজন হলেন রিম্বক চৌধুরী, দেব জিৎ ঘোষ, রাহুল বেলেন। এই বিচার চলাকালীন নিগৃহীতা ওই নাবালিকা আত্মহত্যা করে। সমস্ত সাক্ষ্য-প্রমাণের পর মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেন এবংআজ কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন এবং তিন লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। এই তিন লক্ষ টাকা নিগৃহীতা ওই নাবালিকার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।