১৯ লক্ষ মানুষ বাদ পড়লেন অসমের জাতীয় নাগরিকপঞ্জী থেকে
Read Time:49 Second
নিউজডেস্ক- প্রকাশিত হল অসমের জাতীয় নাগরিকপঞ্জী। ১৯ লক্ষ মানুষ এই নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন। তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লক্ষ মানুষ। আজ সকাল থেকে সারা অসমবাসীর চোখ ছিল এই নাগরিকপঞ্জী প্রকাশের দিকে। সাথে ছিল রাষ্ট্রহীন হওয়ার আশঙ্কা। অসমে এনআরসি তালিকা প্রকাশ হওয়ার পরে রাজ্যে জুড়ে গোলমালের আশঙ্কা করে আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অসমকে। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার নিরাপত্তারক্ষী।
ছবি সৌজন্যে- ওয়ানইন্ডিয়া বেঙ্গলী