সাহস বটে ওয়েন্দ্রিলার, শুয়ে পড়লেন বাঘের কোলেই
Read Time:1 Minute, 26 Second
নিউজডেস্ক- বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ওয়েন্দ্রিলা সেন। ভালো অভিনয়ের জন্য বাঙালীর অন্দরমহলে তারা নিত্য যাতায়াত। তবে এই মুহূর্তে কাজকে গুডবাই বলে ছুটি কাটাতে ব্যাঙ্কক উড়ে গিয়েছেন অভিনেত্রী।

না না একা নয়। সাথে রয়েছেন বয়ফ্রেন্ড অঙ্কুশ ও দুজনের বাড়ির সদস্যরা। আর সেখানে গিয়েই এক দুঃসাহসিক কাজ করতে দেখা গেল ওয়েন্দ্রিলাকে। ফুকেটের একটি চিড়িয়াখানায় ঘুমন্ত বাঘের কোলে শুয়ে ছবি তুললেন তিনি।

যা দেখে রীতিমতো তাজ্জব ওয়েন্দ্রিলার ভক্তরা। ওয়েন্দ্রিলা যে এতটা সাহসী মেয়ে তা জানতেন না তার অনেক ভক্তই। নিজের সোশ্যাল মিডিয়ায় বাঘের সাথে তার এই ছবিটি শেয়ারা করে অভিনেত্রী লিখেছেন, ‘দ্যাটস কল পারফেক্ট উইকএন্ড’। ও হ্যাঁ, বাঘের সাথে তার এই ছবিটি কে তুলে দিয়েছেন তা জানাতেও ভোলেননি। দুর্দান্ত এই ছবির চিত্রগ্রাহকের কাজটি করেছেন অঙ্কুশ।
