দিলীপ ঘোষের ওপর হামলা প্রতিবাদে পথ অবরোধ শেওড়াফুলিতে
Read Time:49 Second
নিউজডেস্ক- গতকাল(৩০/৮/১৯) লেক টাউনে মাননীয় রাজ্যসভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ মহাশয়ের উপর তৃনমূলের গুন্ডা বাহিনীর আক্রমনের প্রতিবাদে শেওড়াফুলি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে শেওড়াফুলির পুলিশ ফাঁড়ির নিকট শান্তি পূর্ন পথ অবরোধ কর্মসূচীতে তৃনমূলের দলদাস পুলিশ শেওড়াফুলি যুবমোর্চার সভাপতি তারাপদ দাস ও সাধারন সম্পাদক সায়ন সাহা ও মন্ডল সভাপতি ভোলে দা সহ অনান্য যুব কার্যকর্তা দের পুলিশ অন্যায় ভাবে গ্রেপ্তার করে।