টোটো বন্ধের প্রতিবাদে বামফ্রন্টের শ্রমিক সংগঠনের বিক্ষোভ বালুরঘাটে
নিজস্ব সংবাদ, বালুরঘাট : ফের টোটো বন্ধের প্রতিবাদে এবং পুরনো টোটো চালুর দাবিতে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালকরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ। দিনভর বিক্ষোভ চালিয়ে যায় শ্রমিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।
এদিনের ঘেরাও বিক্ষোভ নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, সিআইটিইউ এর জেলা সম্পাদক গৌতম গোস্বামী অন্যান্য জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত, ব্যাটারি চালিত টোটো নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলায় শুরু হবে পুরাতন টোটো ধরপাকড় অভিযান। এই মর্মে অনেক আগে থেকেই প্রচার শুরু করেছে জেলা প্রশাসন। প্রচার শুরু হতেই ব্যাপক বিক্ষোভ ও ক্ষোভ দানা বেঁধেছে টোটো চালকদের মধ্যে।
শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় কয়েক শো টোটো চালক এসে বালুরঘাটে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও বিক্ষোভ দেখান টোটো চালকরা।