জন্মদিনে ঋতু স্মরন প্রসেনজিতের
Read Time:49 Second
নিউজডেস্ক- জন্মদিনে প্রয়াত বন্ধু ঋতুপর্ন ঘোষকে স্মরণ করলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। প্রবাদপ্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রসেনজিত। তাই প্রিয় বন্ধুর জন্মদিনে তাকে স্মরণ করলেন বুম্বাদা। নিজের ইন্সটাগ্রামে ঋতুর সাথে একটি ছবি শেয়ার করে প্রসেনজিত লিখেছেন”তোর কথা রোজই খুব মনে পড়ে। আমার বাড়ির আলোহাওয়ায় আজও থেকে গেছে তোর অনেক স্মৃতি। আজ তোর জন্মদিনে আবার খুব বেশি করে মনে পড়ছে রে তোকে। ভালো থাকিস ঋতু”।
