বিজেপি ছাড়ছেন শোভন, বৈশাখী, জল্পনা তুঙ্গে
নিজস্ব প্রতিনিধি- আমাদের অন্ধকারে রেখে বিজেপিতে সামিল করানো হয়েছে! আমার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ! মিটিংয়ে না ডেকে বলা হচ্ছে ডাকা হয়েছে! এমনটাই বলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়! পাশাপাশি তিনি শোভন চট্টোপাধ্যায়ে মন্তব্য কে তুলে ধরে বলেন শোভন দা বলেছেন, তা হলে পুরোন দল মন্দ কি ছিল, বিজেপি যেন আমাদের পুরোনো দলের চটিতেই পা গলিয়ে দিয়েছে! শনিবার তার এই মন্তব্যতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুমূল ঝড় উঠেছে! তাদের বক্তব্য তারা আর এই দলে থাকতে চাইছেন না ! বৈশাখীর বক্তব্য শোভন রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চেয়েছিল! কিন্তু নতুন চ্যালেঞ্জরে জন্য তিনি রাজি করিয়েছিলেন! কিন্তু তার এই চ্যালেঞ্জ ইতিমধ্যেই তার রাজনীতি জীবনে জল ঢেলে দিয়েছে মনে করছে রাজনীতিবিদরা! বিজেপি দলের অন্দলের খবর দক্ষিণ চব্বিশ পরগনার শোভনের রাজনৈতিক প্রভাব ইতিবাচক থাকায় ! দলে টানতে সক্ষম হয়েছিল বিজেপি! সেই কারণেই শোভনকে বিজেপিতে দলে সদস্য করার সিদ্ধান্ত নেয় তারা! কিন্ত তার বান্ধবী রাজনৈতিক সম্পর্কে জ্ঞান না থাকায় তাকে দলে টানতে নারাজ ছিলেন মহিলা সংগঠনের অনেক সদস্যরা! কিন্তু ওদের শর্ত ছিল দুজনেই একই সঙ্গে দলে যোগ দেবেন! তাই বৈশাখীকে নিতে বাধ্য হয় তারা ! কিন্তু এখন বিজেপিতে তাদের গুরুত্ব কমছে তাই দল ছাড়া সিদ্ধান্ত নিয়েছে বৈশাখী সাফ জবাব ! তবে এই বিষয়কে তেমন পাত্তা দিচ্ছে না বিজেপি এমনটাই বিজেপি অন্দলের খবর! বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান ওঁদের কোন অভিযোগ থাকলে উপযুক্ত জায়গায় বলুক !
ছবি সৌজন্যে- বাংলার প্রান ডট কম