মশা মারতে কামানের পর এবার মশার লার্ভার খোজে ড্রোন উড়লো হাবড়ার আকাশে
নিজস্ব প্রতিনিধি- হাবড়ার সাধারন মানুষের আতঙ্কের কারন হয়ে দাড়িয়েছে ডেঙ্গু । একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বারছে।
মুখ্যমন্ত্রী ডেঙ্গুর লার্ভা খোজার জন্য ড্রোন ব্যবহারের নির্দেশ দেন। সেই নির্দেশ মত শনিবার হাবড়া স্টেশন চত্বরে নয় নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের ওপর ড্রোন উড়িয়ে মশার লার্ভা খোজা হয়। উপস্থিত ছিলেন জেলা শাষক চৈতালি চক্রবতী এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কল্যান মুখাজ্যী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস এবং সিআইসি তারক দাস। সাধারন মানুষের বাড়ির ছাদে টবে এবং অনান্য জাগায় জল জমে আছে কিনা দেখার জন্য ড্রোন ব্যাবহার এবং পাশাপাশি কিছু অসুবিধে সামনে আসছে তারজন্য উদবিগ্ন বলে জানান জেলাশাসক। হাবরা বিজেপি নেতৃত্ব ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এই ড্রোনের দ্বারা কতটা সম্ভব মশার লার্ভা খোঁজা। এটা লোক দেখানো ছাড়া কিছুই নয় ।