কাজে ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে সামিল বুনিয়াদপুর এর রেলকর্মীরা
ধ্রুব জ্যোতি মহন্ত- দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদ পুর রেল স্টশনের পেট্রলিং বিভাগের কর্মীরা বন্ধ কাজ পুনরায় চালুর দাবীতে আন্দোলনে নামলেন। জানা যায় বুনিয়াদ পুর স্টেশন থেকে একলাখি স্টেশন পর্যন্ত রেলওয়ে ডিপার্টমেন্টের পেট্রোলিং কাজের জন্য 53 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু কাজ চলাকালীন 39 দিনের মাথায় হঠাৎই কোন অজানা কারণে তাদেরকে কাজ থেকে ছাঁটাই করা হয়। প্রশাসনের দরজায় ঘুরেও কোন সুরাহা না মেলায় শেষ পর্যন্ত আন্দোলনের পথকে বেছে নিলেন রেলওয়ে র পেট্রোলিং কর্মীরা। এ বিষয়ে স্বাধীন সরকার নামক আন্দোলনরত এক কর্মী জানান” আমরা কর্মহীন হয়ে পড়েছি। বারবার প্রশাসনের দরজায় দরজায় ঘুরলেও আমাদের কেউ গুরুত্ব দেননি, আজ একরকম বাধ্য হয়েই আন্দোলনে বসেছি ,, আমাদের সকল কে পুনরায় কাজে নেওয়া হোক ,যদি রেল বিভাগ এর তরফে কোন সুরাহা না মেলে তাহলে আমরা আমরণ অনশনে বসবো।”
