দুই জেলার সীমানার সুযোগ নিয়ে সীমানাবর্তী জঙ্গল থেকে দিনের-পর-দিন গাছ পাচার, হানা দিয়ে অত্যাধুনিক চেন করাত সহ আটক বহু কাটা গাছ
নিজস্ব প্রতিনিধি- সীমানার সুযোগ নিয়ে দিনের পর দিন বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সীমানা লাগোয়া সারেঙ্গা ব্লকের তেলিজাতের জঙ্গল থেকে পাচার হয়ে যাচ্ছিল গাছ। গাছ পাচারের খবর পেয়ে বনকর্মীরা জঙ্গলে হানা দিলেও সীমানা টপকে পাচারকারীরা নিজেদের যন্ত্র পাতি নিয়ে ঢুকে পড়ে জঙ্গল লাগোয়া পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। নিজেদের এলাকা না হওয়ায় সেখানে হানাদারি চালাতে পারছিল না বন কর্মীরা। অবশেষে তক্কে তক্কে থেকে গাছ পাচার রুখতে কিছুটা হলেও সফল হলেন বন কর্মীরা। গতকাল সন্ধ্যের মুখে বন কর্মীরা তেলিজাতের জঙ্গলে হানা দিলে পাচারকারীরা নিজেদের যন্ত্র পাতি ও কাটা গাছ সরিয়ে ফেলার আর সুযোগ পায়নি। গাছ পাচারকারীরা সীমানা টপকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ঢুকে গেলেও তাদের ফেলে যাওয়া অত্যাধুনিক একটি চেন করাত, কুঠার সহ গাছ কাটার অন্যান্য যন্ত্র পাতি ও বেশ কয়েকটি সাইকেল আটক করে বন দফতর। আটক করা হয় বেশ কিছু কাটা গাছও। গাছ পাচার রুখতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আগামী দিনেও এভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছে বনদপ্তর।