ইস্টবেঙ্গল অন্ত প্রান, প্রিয় দলের রঙে বাড়ি সাজালেন পূর্বাশার এক ব্যাক্তি
নিউজডেস্ক- বাঙালী মানেই ফুটবল,আর বাংলার ফুটবল মানেই ইষ্টবেঙ্গল-মোহনবাগান। আজ কলকাতা লীগের ডার্বি। আর তার আগে নিজের গোটা বাড়িটিই ইষ্টবেঙ্গলের ধাচে রাঙিয়ে তুলেছেন ডানকুনি পূর্বাশার বাসিন্দা তন্ময় ভৌমিক। উদ্বোধন হয়েছে এক বছর আগেই।৮মাস ধরে এই একতলা এই বাড়ি হয়েছে। যেই বাড়ির বাইরের অংশ সম্পূর্ণ লাল-হলুদ।মাঝখানে রয়েছে প্রিয় ক্লাবের লোগো। বাড়ির নামকরন করা হয়েছে ইষ্টবেঙ্গল ভিলা।তন্ময়বাবুর হৃদয় জুড়ে শুধুই ইষ্টবেঙ্গল। তিনি বলেন ছোটবেলা থেকেই ভেবেছি যদি কোনদিন বাড়ি করতে পারি তাহলে ইষ্টবেঙ্গল ক্লাবের ধাচেই করব। বিগত ১৯ শে আগস্ট বাড়িটি উদ্বোধন হয়,উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে ও প্রাক্তন অধিনায়ক সৌমিক দে, ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি ফুটবলার পেন ওর্জি এবং এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা ময়দানের অতি পরিচিত মুখ লজেন্স মাসি(যমুনা দি), স্থানীয় পৌরপিতা গোপাল রায়(১৮ নং ওয়ার্ড,ডানকুনি পৌরসভা), স্থানীয় ভাইস চেয়ারম্যান দেবাশীষ মুখার্জী। প্রিয় দলের জয়ের জন্য সকাল থেকেই চলছে বাড়িতে পুজোপাঠ,হোমযজ্ঞ। এতটাই আত্মবিশ্বাস আজ গোলের জন্য কোনো অসুবিধা নেই, আমাদের গোলকিপারও উঠে গোল করতে পারে, কারণ আমাদের খেলোয়াড়দের গায়ে থাকবে লাল হলুদ জার্সি।