রানাঘাটে তৃনমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিরা
Read Time:1 Minute, 18 Second
নিউজডেস্ক- দুষ্কৃতীদের আক্রমণে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল তৃণমূল পার্টি অফিস।রানাঘাট 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে গতকাল গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।যার ফলে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় পার্টি অফিসটি,পুড়ে যায় পার্টি অফিসের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র।পুড়ে যায় ভেতরে থাকা রোগীদের স্টেচার ও নানান দরকারি কাগজপত্র।তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি সমর্থিত দুস্কৃতিরা।এদিন সকালে পোড়া পার্টি অফিস পরিদর্শনে আসেন পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়,উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তপতী বসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে এই ঘটনার সাথে বিজেপির যোগাযোগ সম্পূর্ণ অস্বীকার করে করেছে বিজেপি নেতা চন্দ্রশেখর চ্যাটার্জী।