শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক সেবা সমিতির গণেশ পুজোর শুভ উদ্বোধন করলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি- একটা সময় ছিল যখন গনেশ পুজো বলতে আমরা শুধু মুম্বাই বুঝতাম। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে এই ভাবনাতেও এসেছে আমূল পরিবর্তন। মুম্বাইয়ের গণ্ডি ছাড়িয়ে গনপতি আরাধনা এখন শহর কলকাতাতেও। শনিবার মহা সমারোহে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক সেবা সমিতির গনপতি পুজোর শুভ সূচনা হয়ে গেল।
উত্তর কলকাতার সম্মানীয় সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের হাতে শুভ সূচনা হল শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক সেবা সমিতির এই গনপতি পুজোর। সুদীপ বন্দোপাধ্যায় ছাড়াও এদিনের এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌরঙ্গী বিধানসভার বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, জোঁড়াসাকো বিধানসভার বিধায়ক স্মীতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, পৌরপিতা সত্যেন্দ্র নাথ দে, পৌরমাতা মৌসুমী দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক সেবা সমিতির চেয়ারম্যান রাজীব রাই এদিন জানালেন, “গনেশ পুজো যে শুধুমাত্র মহারাষ্ট্রেই সীমাবদ্ধ থাকে একথা ভুল। আমরা পুর্ন শ্রদ্ধার সহিত এই পুজো করে আসছি। আগামী দিনে আমরা আরো বড় আকারে গনেশ পুজোর আয়োজন করব”। শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক সেবা সমিতির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা।