টেস্টে প্রথম সেঞ্চুরি হনুমা বিহারীর
Read Time:45 Second
নিউজডেস্ক- টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি সেরে ফেললেন হনুমা বিহারী। এবং সেটাও এমন একটা সময়ে যখন ভারতীয় ব্যাটিং লাইন আপ ক্যারিবিয়ান বোলিং লাইন আপের সামনে ধুঁকছে। সেই মোক্ষম সময়ে শতরান করে নিজের যোগ্যতা প্রমান করলেন হনুমা বিহারী। ইশান্ত শর্মার সাথে জুতি ব্যাধে খাদের কিনারা থেকে ভারতীয় দলকে তুলে আনলেন হনুমা বিহারী। এদিন হনুমার ২২৫ বলে ১১১ রানের ইনিংস এক কথায় ভারতীয় দলকে অক্সিজেন জোগালো।