রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাশ করানোর দাবিতে ছাত্রছাত্রীরা
নিজস্ব প্রতিনিধি- ডিস্টেন্স এডুকেশন-এ অগ্রণী প্রতিষ্ঠান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে অকৃতকার্য করানোর অভিযোগ আনলেন ছাত্রছাত্রীরা। ডিস্টেন্স এডুকেশন এর পরিবেশ বিদ্যা এম এ পরীক্ষায় প্রচুর ছাত্র-ছাত্রীদের dissertation project papper এ চল্লিশের কম নাম্বার দিয়ে ফেল করানোর অভিযোগ। তাই আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। তাদের খাতা অবিলম্বে পুনরায় মূল্যায়ন করা হোক এমনটা দাবি করেন তারা। এর পাশাপাশি যে শিক্ষক প্রাকটিক্যাল পরীক্ষা নিয়েছিলেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা কারণ ওই শিক্ষক রবীন্দ্রভারতী জোড়াসাঁকো ক্যাম্পাসে ল্যাব এটেনডেন্ট হিসেবে কর্মরত। তাই তিনি পরিবেশ বিদ্যার প্রাকটিক্যাল পরীক্ষা কিভাবে নেন এই প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা। যদিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের কার্যকরী ডিরেক্টর ঈশানী নস্কর জানান বিষয়টি তার নজরে এসেছে এই নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোন একটা সুরাহা হবে বলে আশাবাদী তিনি।