ভাতশালা গ্রামের ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা
পূর্বস্থলী- প্রসেনজিৎ দেবনাথ- পশ্চিমবঙ্গ আর আর আর ডাইরেক্ট রিয়েটের আর্থিক সহায়তায়, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নং পঞ্চায়েত সমিতির জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের অধীনে, পঞ্চানন তলা মোড় থেকে ভাতসালা গ্রামের পাকা রাস্তা পর্যন্ত, ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা করলেন আজ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। এই ঢালাই রাস্তা নির্মাণ করতে খরচ হবে 33 লক্ষ 30 হাজার 608 টাকা। এই রাস্তার কাজ এক মাসের মধ্যে শেষ হবে বলে জানান নির্মাণকারী সংস্থা। ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা করতে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক সভাপতি নবকুমার কর, জাহান্নগর পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষ এবং রাস্তা নির্মাণকারী সংস্থা সিমরন এন্টারপ্রাইজের আধিকারিক ও আরো অনেকে।
