কোন্নগর-এর ঐতিহ্যবাহী অবনী ঠাকুরের বাগানবাড়ী সংস্কারের কাজ শুরু হল
নিজস্ব প্রতিনিধি- সংবাদমাধ্যম এ খবরের জের, প্রোমোটার এর হাত থেকে কোন্নগর এর ঐতিহ্য বাহী অবনী ঠাকুরের বাগানবাড়ী হাতে পেয়ে সংস্কার শুরু করল কোন্নগর পুরসভা। কয়েক মাস আগে সংবাদমাদ্ধম এ প্রতিবেদন টি তুলে ধরা হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ীটি শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বহু শিল্প কর্মের সাক্ষী। একই সাথে তার বহু রচনা ও এই বাগানবাড়ীতে বসে লেখা। বেশ কয়েকবছর আগে কলকাতার এক প্রোমাটার এই বাগানবাড়ী কিনে নেন। সেই খবর ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় ওঠে। বর্তমান পুরবোর্ড ক্ষমতা য় আসার পর সেই ঐতিহ্যবাহী বাগানবাড়ী হাতে পেতে উদ্যোগ নেয়। সংবাদমাদ্ধম এ প্রতিবেদন দেখে নড়েচড়ে বসে রাজ্য সরকার। শ্রীরামপুর এর সাংসদ উত্তরপাড়া র বিধায়ক এবং পুরপ্রধান এর চেষ্টায় জমিটি ছাড়তে রাজী হয় প্রোমোটার। শুরু হয় শিশু সাহিত্য তথা শিল্পের পীঠস্থান কে নতুন করে সাজানোর পালা। পুর কতৃপক্ষের মতে ঠাকুর বাড়ীর ঐতিহ্য মেনেই অবনী ঠাকুরের তখনকার সময়ের হুবহু মিল ই রাখা হবে বাগান বাড়ীর সর্বত্র। শুধুমাত্র যে সমস্ত অংশ ভেঙে গিয়েছে সেগুলি মেরামত করে পুরোনো রূপে ফিরিয়ে দেওয়া হবে। একই সাথে গঙ্গার দিয়ে সেই সময় জোড়াসাঁকো থেকে অবনী ঠাকুর তথা অন্য সদস্যরা যে ঘাটে এসে উঠতেন সেই ঘাটটিরও সংস্কার করা হচ্ছে। এর সাথে বাগান বাড়ীর বাগান টি সংস্কার তথা বাগানে সুন্দর করে সাজানোর ও ব্যবস্থা করা হবে। কয়েক মাসের মধ্যে এই কাজ গুলি সম্পন্ন হলে তা খুলে দেওয়া হবে সাধারন মানুষ এবং শিল্পানুরাগীদের জন্য। এখানে একটি আর্ট কলেজ করার জন্য ও প্রস্তাব দেওয়া হবে রাজ্য সরকার কে। এখানকার লাইব্রেরি তে যেমন থাকবে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা তেমনই বিভিন্ন সময় এখানে বসবে শিল্প চর্চার আসর ও।
এখন শুধু সময়ের অপেক্ষা, ইট কাঠ পাথরের জঙ্গলে ঠাকুর পরিবারের বাগান বাড়ী তে শিল্পচর্চার প্রতি শিশু কিশোর দের আগ্রহ বাড়াতে কোন্নগর পুরসভা র উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা সময় ই বলবে।