কাঁকিনাড়া স্টেশনের বিজেপির রেল অবরোধ
নিজস্ব প্রতিনিধি- গতকাল জগদ্দল এর ঘটনার প্রতিবাদে আজ বিজেপির 12 ঘন্টা ব্যারাকপুর বনধ। সকাল থেকেই বনধ এ প্রভাব পড়তে শুরু করেছে। ব্যারাকপুর এর আজকের এই 12 ঘণ্টার বনধ এ রেলকে বনধের আওতার বাইরে রাখা হয়েছিল। তা সত্ত্বেও সকাল ছয়টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।ফলে সকাল থেকেই শিয়ালদা রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে ।
আজকের ব্যারাকপুর বন্ধে সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ঘোষপাড়া রোড এর বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধে অবরুদ্ধ ব্যস্ততম ঘোষপাড়া রোড ।এলাকার দোকানপাট সমস্ত বন্ধ ।গাড়ি চলাচল করছে না বললেই চলে। এ ছাড়াও ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় 12 টি জুটমিল সকাল থেকেই বন্ধ রয়েছে। এই 12 ঘণ্টার বনধে জুটমিলে গুলো 24 ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।