পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকা ধর্মঘটে সামিল ফালাকাটা কলেজ
Read Time:1 Minute, 15 Second
আলিপুরদুয়ার:- সোমবার পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি ডাকে সাড়া পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেই জন্য ফালাকাটা কলেজেও এই ধর্মঘট পালন করা হয়। ফালাকাটা ইউনিটের দাবী গুলি যথাক্রমে:- কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরনের দাবী, সমকাজে সমবেতনের দাবী,কর্মরত অস্থায়ী কলেজ কর্মচারীদের অবিলম্বে সরকারী স্বীকৃতি প্রদান,সরকারী অন্যান্য দপ্তরের ন্যায় কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরন, কলেজে নিয়োগের ক্ষেত্রে কর্মরতদের বঞ্চিত করে বহিরাগতরা প্রাধান্য পায়, সরকারী প্রতিষ্ঠানে সরকারী কাজ করেও সরকারী স্বীকৃতি নাই,৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কর্মসংস্থানের দাবি ইত্যাদি । এদিন খোলেনি অফিস, হয়নি কোনও ক্লাস। ফলে আজ কলেজে কার্যত অচলাবস্থা দেখা দেয়।