এবছর বড়বাজার সোনাপট্টি এলাকার গনেশ পুজো চলছে জোর কদমে
Read Time:1 Minute, 3 Second
নিউজডেস্ক- আজ গনেশ চতুথদর্শী! প্রতিটি জায়গায় জায়গায় চলছে গণেশের আরাধনা!তাই প্রতি বছরে মতো এবছরও বড়বাজার সোনাপটি এলাকায় গনেশ উৎসব মন্ডলের পুজো চলছে তুঙ্গে! নিয়ম রীতি মেনেই পুজো চলছে জোর কদমে! পাঁচ বছরে পা দিতে চলেছে এই পুজো! পুজোর উদ্যোক্তারা হলেন প্রেসিডেন্ট সঞ্জয় কুমার দিগে, রাম চৌহান, সন্তোষ যাদব ও আরো অনেকে! এবছর এই পুজোর ঠাকুর আনা হয়েছে নাগপুর থেকে এমনটাই জানান পুজোর উদ্যোগতারা! শুধুই তাই নয় পুজো উপলক্ষে এবছর প্রায় চার হাজার লোকের ভোগের আয়োজন করা হয়েছে! পুজোর সভাপতি জানান এই পুজোর মধ্যে দিয়ে নারায়ণ সেবা আয়োজন করা হয়ে থাকে তাই এই ব্যবস্থা করা হয়েছে!