প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় যুবককে মারধর আরামবাগে
Read Time:1 Minute, 8 Second
প্রিয়া করাতি- আরামবাগের নৈসরাই প্রকাশ্য মদ্যপানের প্রতিবাদ করায় যুবককে মারধর। অভিযোগ রবিবার সন্ধ্যায় আরামবাগের তিরোল অঞ্চলের এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্য মদ্যপান করছিল সেই সময় স্থানীয় এক যুবক শেখ আসিফ হোসেন তার প্রতিবাদ করে বলে ওই মদ্যপেরা আসিফকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে যেয়ে আসিফের উদ্ধার করে আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসিফ ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে।