পুজোর মুখেই মুক্তি পেতে চলেছে ‘ সত্যান্বেষী ব্যোমকেশ’
Read Time:1 Minute, 3 Second
নিউজডেস্ক- এবার ব্যোমকেশের ভূমিকায় আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়! এই প্রথমবার তিনি ব্যোমকেশের ভূমিকায় করতে চলেছে! সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ টিজার মুক্তি পেল সোমবার! শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ মগ্ন মৈনাক’ এর কাহিনী অবলম্বনে আসতে চলেছে নতুন ব্যোমকেশ! এই দিন ছবির গল্প নিয়ে পরমব্রত বলেন ‘ আপনারা তো দেখেছেন আমাদের গল্প! এবারেরটা একটু অন্যরকম হোক, কি বলেন? ছবিতে অজিতের ভূমিকায় আছেন রুদ্রনীল ঘোষ! আর সত্যবতী ভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী! ছবিতে সংগীত পরিচালনা করেছেন নীল দত্ত! পুজোতেই এই ছবি মুক্তি পাবে বলে জানা যায়!