প্রাক্তন প্রেমিককে দেখে পগাড়পার ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি
Read Time:1 Minute, 10 Second
নিউজডেস্ক- তিনি ‘দিলবর গার্ল’। বলিউডের বড় বড় পরিচালকদের কাছে এখন আইটেম ড্যান্স-এর ক্ষেত্রে এখন প্রথম পছন্দ নোরা ফতেহি। সারা দেশ জুড়ে কোটি কোটি পুরুষের স্বপ্নে তার নিত্য যাতায়াত।এহেন নোরা সম্প্রতি একটি ইভেন্ট থেকে হঠাৎ-ই উধাও হয়ে গেলেন। কারনটা কী জানেন? আসলে সম্প্রতি মুম্বাইয়ের সমুদ্রসৈকত পরিস্কারের উদ্যোগ নিয়েছিল একটি সংগঠন। নোরাও ওই সংগঠনের সাথে নিজে হাতে সমুদ্র সৈকত পরিস্কার করছিলেন। কিন্তু হঠাৎ সেখানে হাজির হয়ে যায় নোরা’র প্রাক্তন প্রেমিক অঙ্গদ বেদি এবং তার স্ত্রী নেহা ধুপিয়া। ব্যাস, এরপর আর এতটুকু বিলম্ব করেনি ‘দিলবর কন্যা’।
অঙ্গদ ও নেহা আসার পরই নোরা সোজা ওখান থেকে বেরিয়ে যান গাড়িতে করে।
