রাস্তার ধারে আলোর দাবিতে পথ অবরোধ গোঘাটে
প্রিয়া করাতি- রাস্তার ধারে আলো, যাত্রী পরীক্ষা লয় ও বাম্পারের দাবিতে 7 নম্বর রাজ্য সড়ক অবরোধ করলগ্রামের বাসিন্দারা ।দীর্ঘদিন ধরেই হুগলির গোঘাট থানার পচাখালি এলাকায় রাজ্য সড়কের উপর পথ দূর্ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনরকম ব্যবস্থা না নিলে অবশেষে আজ সকালে পচাখালি এলাকার মহিলারা পথ অবরোধে নামে সংগে এলাকার বেশ কিছু যুবক ওই পথ অবরোধে সামিল হন। তাদের অভিযোগ ঝড় জল রোদে বাসের অপেক্ষা করতে হয় রাস্তার ধারে। এখানে কোন যাত্রী পরীক্ষা লয় নেই এমনকি একটা আলোর ব্যবস্থা নেই । তা ছাড়া এই পচাখালি মোড়ে এত দূর্ঘটনা ঘটলেও কোন রকম বাম্পার নেই তাই এই সব কারনে এই পথ অবরোধ । অবশেষে গোঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন এবং পথ অবরোধ তুলে দেওয়া হয়।
আরামবাগের গোঘাটের পচাখালি তে পথ অবরোধ স্থানীয়দের। আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়ক স্তব্ধ। বাম্পার ও আলো পত্রিকায় দাবিতে গোঘাটের পচাখালি তে পথ অবরোধ করলেন গৃহবধূ সঙ্গে গ্রামবাসীরা