মালদা থেকে ধৃত দুই জেএমবি জঙ্গি
Read Time:53 Second
নিজস্ব প্রতিনিধি- মঙ্গলবার ভোরে মালদার সামসি থেকে ২ সক্রিয় জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে| তাদের কাথ থেকে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে| পুলিশ সূত্রের খবর, এরা দুজন উত্তর দিনাজপুর মডিউলের প্রধান উদ্যোক্তা| সালাহে ও ইজাজের নির্দেশে এরা লোক নিয়োগ করত ও প্রশিক্ষণের ব্যবস্থা করত| ইজাজ ধরা পড়ার পর এরা লুকিয়ে পড়ে| বাংলা ছেড়ে পালানোর সময় এদের গ্রেফতার করা হয়েছে| এদের উত্তর দিনাজপুরের বাসিন্দা আব্দুল বারি ও নিজামুদ্দিন খান বলে শনাক্ত করা হয়েছে|