কচু শাক খেয়ে দিন যাপন করছে বন্ধ চাবাগানের শ্রমিকরা
আলিপুরদুয়ার:- পাঁচ মাস ধরে বন্ধ ফাউলাই ক্ষিদার জ্বালায় কচু শাক খেয়ে দিনযাপন করছে ডুয়ার্সের কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা । ২০১৪ সালের সেপ্টম্বর মাস থেকে বন্ধ মধূ চা বাগান এর ফলে কর্মহীন হয়ে পড়ে বাগনের প্রায় ৯৫০ শ্রমিক পরিবার । বাগান বন্ধ হবার পর সরকারি অনুদান ফাউলাই যেটা পাচ্ছিল শ্রমিকরা কিন্ত গত এপ্রিল মাস থেকে সেই ফাউলাই টা ও বন্ধ । কয়েকমাস আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের বাগানে আনাগোনা ছিল রাজনৈতিক বিভিন্ন দলের নেতার দিয়েছে তারা ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্ত ভোট শেষ হবার পর থেকেই বন্ধ ফাউলাই এখন আর বাগানে দেখা মিলেনা নেতাদের । বর্তমানে কচু শাক, ঢেকি শাক খেয়ে দিনপাত করছে শ্রমিকরা । সরকারি রেশন যা পায় তা দিয়ে তাদের পুরো মাস চলেনা তাই ক্ষিদের জ্বলা মেটাতে এখন সম্বল কচু শাক শ্রমিক মহল্লায় গিয়ে দেখা মিললো প্রতিটি বাড়িতে রান্না হচ্ছে কচু শাক বা ঢেকি শাক । এক শ্রমিক জানান কচু শাক , ঢেকি শাক ও শেষের পথে এর পড়ে কি খাবে কিভাবে মিটাবে ক্ষিদের জ্বালা ? এই প্রশ্ন শ্রমিকদের মাথায় ঘুরছে ।
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার) জানান, “এবিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে এটা কেন বন্ধ তা জানতে চাইব এবং শ্রমিকরা যেন এটা পায় তার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হব।”
কালচিনির বিডিও ভূষণ শেরপা জানান, “ফাওলই বন্ধের বিষয়টি জেলা প্রশাসনকে জানাবো। তবে বাগানে অন্যান্য সরকারি সহযোগিতা চালু আছে।”