জলের অপচয় বন্ধ করতে সচেতনতা মূলক কর্মশালা
মালদা, ০৩ সেপ্টেম্বর : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে,
জলের অপচয় বন্ধ, যত্রতত্র আবর্জনা না ফেলা, প্লাস্টিক বর্জন এবং বৃক্ষরোপণের বার্তা দিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পৌরসভা। মিশন নির্মল বাংলা ও রাজ্য নগর জীবিকা মিশনের সংযুক্তি করণ কর্মসূচী উপলক্ষে এই কর্মশালার আয়োজন।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার আধিকারিক চন্দন গুহ, স্যানিটেশন অফিসার সুবীর সাহা, তাপস গুপ্ত সহ অন্যান্য আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে “মিশন নির্মল বাংলা” প্রকল্পের মাধ্যমে এই কর্মশালায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে একটি করে মেহগনি গাছের চারা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার মালদা টাউন হলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে প্রায় হাজারটি গাছের চারা বিলি করা হয়। প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ,জলের অপচয় বন্ধ, যত্রতত্র আবর্জনা না ফেলা। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। পচনশীল দ্রব্য এবং অপচনশীল দ্রব্য কিভাবে রাখতে হবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। প্রশিক্ষণের মাধ্যমে দেখানো হয় দুই রকম প্লাস্টিকের জার ব্যবহার করতে হবে বাড়িতে। সবুজ এবং নীল রঙের প্লাস্টিকের জার দিয়ে তাদের বোঝানো হয়। পচনশীল পদার্থ এবং অপচনশীল পদার্থ কিভাবে রাখতে হবে। পরিবেশকে সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পেয়ে তারা এলাকার সমস্ত বাড়ি গিয়ে বিষয়গুলি তুলে ধরবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি চলবে।