গণেশ পুজোর মধ্যেই ২০০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিল বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতি
নিজস্ব প্রতিনিধি- শহর কলকাতা জুড়ে চলছে গনপতির আরাধনা। একটা সময় ছিল যখন গণেশ পুজো শুধুমাত্র মুম্বাই বা উত্তর ভারতের কয়েকটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে গত কয়েক বছদর ধরে শহর কলকাতাও ব্রতী হয়েছে গনপতির আরাধনায়। উত্তর কলকাতা শহরতলীর বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতির গণপতি বাপ্পার পুজো এইবারে ষষ্ঠ বছরে পদার্পন করলো। প্রতি বছরই পুজোর পাশাপাশি একাধিক সমাজসেবা মূলক কাজকর্মের মধ্যে নিজেদের নিয়োজিত রাখেন বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতির সদস্যরা।
প্রতি বছরের ন্যায় এবছরও ২০০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিল তারা। মঙ্গলবার এই উপলক্ষ্যে বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতিতে উপস্থিত ছিলেন দমদম লোকসভার মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, ধর্মরুপানন্দজি মহারাজ, মিস টিন পপুলার ইন্ডিয়া ২০১৯ জয়ী সৃজিতা চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টজনেরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সঞ্জয় চক্রবর্তী, সমির চক্রবর্তী, তপন দে ও সুমন কর. বরানগর আঞ্চলিক ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন জানান, “গত ছয় বছর ধরে আমরা পূর্ণ শ্রদ্ধার সহিত গণেশ পুজো করে আসছি। পাশাপাশি আমরা প্রতি বছরই চেষ্টা করি সমাজের জন্য কিছু করার। আগামী দিনেও আমরা এই চেষ্টা চালিয়ে যাবো”।