ইউএস ওপেন থেকে বিদায় ফেডেরারের
Read Time:55 Second
নিউজডেস্ক- ইউএস ওপেনে নক্ষত্র পতন। বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিগোর দিমিত্রভের কাছে ৬-৩, ৪-৬,৬-৩, ৪-৬, ২-৬ হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন টেনিস তারকা রজার ফেডেরার। এর ফলে নিজের ৪৬ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ হাতছাড়া করলেন ফেডেরার। এদিন ফেডেরারকে হারিয়ে বিশ্ব টেনিস দুনিয়ায় ৭৮ তম স্থানে থাকা বুলগেরিয়ার গ্রিগোর দিমিত্রভ ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন। শুক্রবার সেমিফাইনালে গ্রিগোর দিমিত্রভের মুখোমুখি হবেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ।
